বেলাব (নরসিংদী)প্রতিনিধি:-গতকাল বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে। চারজন অভিভাবক সদস্যও এক জন মহিলা অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
নির্বাচনে ভোট ১০জন পুরুষ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ জন অভিভাবক সদস্য বিজয় লাভ করেন। তারা হলো ৬০৮ ভোট পেয়ে ১ম হয়েছে মোঃ তোফাজ্জল হোসেন মানিক,৪৮৪ ভোট পেয়ে ২য় হয়েছেমোঃ মিজানুর রহমান,৪৫৫ ভোট পেয়ে ৩য় হয়েছে মোঃ রিপন প্রধান ও ৪৩৬ ভোট পেয়ে ৪র্থ হয়েছে রাজ লিটন।৬৫২ ভোট পেয়ে মহিলা সদস্য লিপি বেগম নির্বাচিত হন।