প্রেস বিজ্ঞপ্তি
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্যসামগ্রী পাচারকালে ০৩ চোরাকারবারী‘কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি বাস জব্দ।*
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর।
এরই ধারাবাহিকতায়, র্যাব -১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সুজন (৩৩), পিতা-খোরশেদ আলম, সাং-কৈয়া, থানা-সুনাইমুরী, জেলা-নোয়াখালী, ২। জাহাঙ্গীর আলম (৪৩), পিতা-মোঃ রিফাত, সাং-হাজরাহাটি, থানা-শালিকা, জেলা-মাগুরা, ৩। মাসুম হোসেন(৪১), পিতা-আঃ বারেক শেখ, সাং-শিংপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ'দেরকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ০১টি বাস তল্লাশী করে ১। ২৩০ কেজি ভারতীয় চিপস্, ২। ৫৯৯ কেজি ভারতীয় কাজু বাদাম, ৩। ২১৬০ কেজি ভারতীয় কাঁচা সুপারী, ৪। ১৯২ কেজি বিশেষ ধরনের ভারতীয় কাউনের চাউল, ৫। ১৩৫ কেজি লেবু, ৬। ১৪ কেজি ভারতীয় AZTEC ফ্রুটস, ৭। ১৪০ কেজি ভারতীয় চিনি, ৮। ৩ টি মোবাইল, ৯। নগদ ৫০০ টাকা ও, ১০। ১টি বাস উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে শুল্ক ফাঁকি দিয়ে চোরা চালানের মাধ্যমে ভারতীয় বিভিন্ন ধরনের পন্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে । উক্ত আসামীগণ চোরাচালান ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত আসামীগণের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নিমিত্তে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।