রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ সততা ও দক্ষতার সাথ একাধার তিন বছর দুই মাস দায়িত্ব পালন করায় রাজারহাট উপজলা নিবার্হী কর্মকতা নুর তাসনিমক পদানতি জনিত বিদায় সংবর্ধনা দিয়ছ বিভিন সংগঠন। শনিবার রাত রাজারহাট প্রেসক্লাবর সাংবাদিক ও উপজলা মুক্তিযাদ্ধা সংসদর বীর মুক্তিযাদ্ধাগণও তাকে বিদায় সংবর্ধনা প্রদান করন। তিনি লালমনিরহাট জলার অতিরিক্ত জলা প্রশাসক হিসব পদানতি লাভ করছন।
খুদ শিক্ষাথর্ীদর কন্ঠ বিদায়ী কবিতা পাঠ,আয়াজকদর বিদায়ী বক্তব্য এবং সংবর্ধনা প্রদানর মধ্য দিয় অনুষ্ঠানর সমাপ্তি হয়। রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্ব ও প্রেসক্লাবর সাংগঠনিক সম্পাদক খদকার আরিফর সঞ্চলনায় এউপলক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় বিদায়ী উপজলা নিবার্হী কর্মকতার্ নুর তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান,বীর মুক্তিযাদ্ধা মাঃ রজব আলী,রাজারহাট প্রসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সহ-সভাপতি মাবাশ্বর আলম লিটন,কাষাধ্যক্ষ মাফাকখারুল ইসলাম,সাবক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ অনক বক্তব্য দেন।