মহিবুর তালুকদার শিবলু , চুনারুঘাট প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষি মাঠে জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি শিকার কালে যুবকদের ধাওয়া খেয়ে পালিয়েছে শিকারীচক্র। উদ্ধার করা হয়েছে শিকার করা ৩৫টি শালিক। জব্দ করা হয়েছে ২টি জাল, ১টি পিঞ্জর ও শিকারের অন্যান্য সরঞ্জাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর থেকে জাল দিয়ে ফাঁদ তৈরি করে অসংখ্য পাখি শিকার করে বারবার সরিয়ে নিচ্ছিল অপরিচিত শিকারীরা। সংবাদ পেয়ে শরীফপুর গ্রামের আল আমিন আহমেদ নামের একযুবক কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে শিকারীরা ৩৫টি জুট শালিক পাখি, দুটি জাল ও অন্যান্য সরঞ্জাম রেখে পালিয়ে যায়। শিকারীদের নাম পরিচয় জানা যায় নি।
পরে, বনবিভাগকে সংবাদ দিলে হবিগঞ্জ এর রেঞ্জ অফিসার মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী এসে পাখিগুলোকে অবমুক্ত করেন। সকল সরঞ্জাম জব্দ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়া সহ আরও অনেকেই।
বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, বন্যপ্রাণী নিধন, শিকার, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। তিনি এসব থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান।
হবিগঞ্জ এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু বলেন, শিকারীদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী শিকারী ও ক্রেতা বিক্রেতার আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।