1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে তিন লক্ষ টাকার মালামাল চুরি কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি কিশোরগঞ্জে এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার কুলিয়ারচরে জনসচেতনতা মূলক কর্মশালা অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম কিশোরগঞ্জে স্বামীর নির্যাতনে বিষপানে মৃত্যুর অভিযোগ লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েএক জরুরি ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে
শিরোনাম
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে তিন লক্ষ টাকার মালামাল চুরি কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি কিশোরগঞ্জে এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার কুলিয়ারচরে জনসচেতনতা মূলক কর্মশালা অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম কিশোরগঞ্জে স্বামীর নির্যাতনে বিষপানে মৃত্যুর অভিযোগ লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েএক জরুরি ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে

কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাল সার্টিফিকেট ও দুর্নীতির অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক সিন্ডিকেটে ৪ মাসের মেয়াদি প্রশিক্ষণে প্রকৃত লোকজন হয়রানিসহ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হওয়া এবং সুবিধা নিচ্ছে শিক্ষকদের পছন্দের লোকজন এমন অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট কার্যালয়ে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের তথ্যমতে
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেড তিনি জাল সার্টিফিকেট বানানোর সংগঠনের সাথে জড়িত আছে এবং তিনি বোর্ড পরীক্ষা এসএসসি (ভোকেশনাল), একাদশ ও দ্বাদশ (ভোকেশনাল) শাখার খাতা এনে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে খাতা দেখান বলে জানান অনেকেই।

কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল অত্র প্রতিষ্ঠানে ASSET প্রজেক্ট এর ইন্টারনাল ট্রেইনার হিসাবে কর্মরতা আছেন। প্রশিক্ষণার্থীদের নিয়োগ পরীক্ষায় অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। সার্টিফিকেট থাকা স্বত্বেও কেন মার্কশিট দিতে পারি নি সেই জন্য আমারদের প্রশিক্ষণার্থীদের বাধ্য করা হচ্ছে মার্কশিট দেওয়ার জন্য। না হয় ভর্তি বাতিল করার জন্য চাপ প্রয়োগ করা হয় বলে জানান শিক্ষার্থীরা । কিন্তু কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেডের শিক্ষক অন্যদের জাল সার্টিফিকেট বানিয়ে দিয়ে ভর্তি করে নিচ্ছেন ঠিকই ।

কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেডের শিক্ষককে জিজ্ঞাস করতে গেলে আমাদের হুমকি প্রদান করছে। সেই সাথে ভর্তি বাতিল সহ অন্যন্যা পদক্ষেক গ্রহণ করবে বলে আতংক ছড়িয়ে দেয়। অনেক শিক্ষার্থীর সার্টিফিকেট জাল তৈরি করেছেন তার মাঝে আরমান, মোঃ রিয়াদ ও ওমর বেলায়ে চৌধুরী পূর্ণ তারা কামরুজ্জামন (চিফ ইন্সট্রাক্টর) ওনার লোক বলেও জানান।

অত্র প্রতিষ্ঠানে ASSET প্রজেক্ট এর ৫টি অকুপেশন চলমান আছে। চলমান মান ASSET প্রজেক্টর অনেক দুর্নীতির সাথে জড়িত আছেন কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেড। প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল যেমন টি-শার্ট, সিবিএলএম, খাতা, কলম, পেন্সিল, রাবার, ব্যাগ ইত্যাদি। ৮০/৯০ টাকার টি-শার্ট ২০০/৩৫০ টাকার বিল করা হচ্ছে। ব্যাগ দেওয়ার কথা ছিল (উন্নতমানের) সেখানে ২০/৩০ টাকার পরীক্ষার ফাইল দিয়ে বিল ধরার হচ্ছে ২০০/২৫০ টাকা ইত্যাদি মধ্যে দুর্নীতির অভিযোগ এবং কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেড এর জাল সার্টিফিকেট স্বাক্ষরিত সংযুক্তি কপিসহ ঢাকা অভিযোগ দায়ের করা হলেও এখনও তার সুফল পায়নি বলেও ক্ষোপ প্রকাশ করে অনেকে।

তাদের দাবি অভিযোগে সংযুক্ত দেওয়া হয়েছে।

১। জাল সার্টিফিকেট কামরুজ্জামান (চিফ ইন্সট্রাক্টর) অটোমোবাইল ট্রেডের স্বাক্ষরিত সত্যায়িত কপি।

২। ASSET প্রজেক্টের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে বাধ্যতা মূলক মার্কশিট দেওয়ার আবেদন কপি সংযুক্তি।

৩। ASSET প্রজেক্টের প্রশিক্ষণার্থী মারফত অভিযোগ কপি

এসব অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামানকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হারুনুর রশিদ বলেন, আমাদের ৪ মাসের ৫ টি কোর্স চালু হয়েছে। সার্টিফিকেট জাল করার সুযোগ নেই। অনিয়ম হওয়ার কথা নয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST