নিজস্ব সংবাদদাতা:
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকায় এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা হয়েছে।
এলাকাবাসীসুএে জানাযায়, চৌধুরী হাটী এলাকার ফুলু মিয়ার ছেলে মাসুম আজ সকালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে পাশের এলাকার মনজিলের দোকানের সামনে আসলে রকি,আকাশ,রুবেল,বজলু, গংরা অতর্কিত হামলা করে মাসুমকে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক এ-র কাছে চিকিৎসা দিয়ে পরীক্ষার হলে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানাগেছে, গত রবিবার রাতে কিশোরগঞ্জ মেডিল্যাব হাসপাতাল থেকে মাসুম সুমাইয়াকে নিয়ে বাড়ি যাবার সময় মনজিলের দোকানের সামনে রকি ও আকাশ সুমাইয়াকে শ্লীলতাহানি করে এ বিষয়ে জিজ্ঞসা করলে রকি গংরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে এসএসসি পরীক্ষার্থীকে হামলা করে।
কয়েকজন জানান সম্প্রতি সময়ে রকি ও আকাশরা গংরা রেজিয়া সামাদ স্কুলের এক মেয়েকে জোর করে নিয়ে যায়। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করলে এলাকাবাসী বিষয়টি ধামাচাপা দেয়।
এলাকার লোকজনের দাবি রকি ও আকাশ স্থানীয় কিশোর গেং এর নেতৃত্ব দিয়ে এলাকায় ইভটিজিং ও মাদক ব্যবসার সাথে জড়িত বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিলেও মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মাসুম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছন।