1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ইটনায় বি টি সি এল টেলিফোন ভবনের বেহালদশা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার পড়েছে


ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বি টি সি এল টেলিফোন ভবনটির বেহালদশা বিরাজ করছে। বন্যার পানির কারণে ভবনের চার দিকের মাটি সরে গেছে।
দরজা জানালা ভাঙ্গা, চট আর ছেলা দিয়ে ভাঙ্গা গ্লাস বন্ধ করে রাখতে দেখা গেছে।
মেয়াদ উত্তীর্ণ ভবনে অনেকটা কাজ করতে হচ্ছে। বি টি সি এল টেলিফোন ভবন অফিস সূত্রে জানা যায়, অত্র অফিসে ১০টি পদ থাকলেও একজন লাইনম্যান দিয়েই অফিসের সার্বিক কাজ পরিচালিত হচ্ছে। বি টি সি এল এর মাসিক মিনিমাম বিল ৯২ টাকা। এছাড়া প্রতি মিনিটে ১০ পয়সা করে কথা বলার পর বিল পরিশোধের
বিধান রয়েছে। পুরাতন জরাজীর্ণ ভবনে বি টি সি এল এর কার্যক্রম পরিচালনা সম্পর্কে কিশোরগঞ্জ জেলার এস ডি মনতু সাহেবের নিকট মোঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে আমাদের জি এম স্যার ইটনা
উপজেলার টেলিফোন ভবনটি পরিদর্শন করে গেছেন। এবং অফিসের বাউন্ডারী সহ
সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেছেন। কিছু কাগজ পত্র প্রক্রিয়াধীন রয়েছে খুব শীঘ্রই এর সমাধান হবে এবং বিষয়টি কতর্ৃপক্ষের নজরে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST