1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদরে শিক্ষক কর্তৃক ছাত্র বলৎকারের অভিযোগ

  • প্রকাশ কাল সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার পড়েছে


আতাউল হাসান দিনারঃ-

কিশোরগঞ্জ জেলা সদরের বগাদিয়া এলাকার নদওয়াতুল মা- আরিফ ইসলামিয়া মাদ্রাসা ও হাজেরা আক্তার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন কর্তৃক ছাত্র বলৎকারের ঘটনার অভিযোগ উঠেছে।

গত রবিবার এই ঘটনায় এলাকায় তুলকালাম ঘঠেছে। জানা যায়, গত ১ বছর পূর্বে এই মাদ্রাসায় একই এলাকার ছাত্র সাজিদুল ইসলাম রাতুল (১৪) পড়াশোনা করতো পড়া শোনা কালিন হুজুরের কুপ্রস্তাবে রাজি না হয়ে সেই মাদ্রাসা ছেড়ে চলে আসলেও, হুজুর তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে আবারও কুপ্রস্তাব দেয় এবং তাকে কুফরি কালাম করে মেরে ফেলার হুকমি দিয়ে ছাত্র রাতুলকে বার বার বলৎকার করেছে এবং তার মসজিদ ঘরে মোয়াজ্জিনের রুমে গত আগষ্ট মাসের ৩ তারিখ বিকালে তাকে একা পেয়ে বলৎকার করেছে বলে জানা গেছে।

,ছাত্র রাতুল ব্যাথা সহ্য করতে না পেরে পরিবারকে জানালে ঘটনা জানাজানি হয়। সেই দীর্ঘদিন ধরে এমন কান্ড করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করে। এলাকার প্রভাবশারী মহলের গ্রাম্র শালিশের কোন সুরাহ করতে না পেরে এলাকাবাসী মিলে কিশোরগঞ্জ মডেল থানায় এসে এর সুষ্ট বিচারের দাবি করলে ছাত্রের বড় ভাই রাকিবুল হাসান রাকিব বাদী হয়ে একটি অভিযোগ দাযের করে। এই সংবাদ লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST