স্টাফ রিপোর্টার : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শনিবার সকালে রেলি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | দিবস টি উপলক্ষে রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে বিভিন্ন প্রাথমিক , মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে একটি রেলি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয় | পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মিজাবে রহমত এর সভাপতিতে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | আলোচনা সভায় বক্তব্য রাখেন , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম , জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাসুদাসহ বেশ কয়েকজন বিশেষ অতিথি | সভায় উপস্থিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন , ঝিকরজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু সহ বেশ কয়েকজন | আলোচনা সভায় বক্তারা বলেন , শিক্ষকতা পেশা একটি হতাশা আর লাঞ্ছনা | এটি একটি আকর্ষণ হীন পেশা | তারা বলেন , প্রথমেই জীবনযাত্রা মান উন্নয়ন | একজন শিক্ষকের জীবনযাত্রা মনোনয়ন হলেই তার পেশার প্রতি দায়িত্ব বেড়ে যাবে এবং অন্যদিকে শিক্ষকদের মর্যাদা ও বৃদ্ধি পাবে | তারা শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি নিয়ে যেন রাস্তায় না নামতে হয় এজন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানান |