নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি এলাকায় প্রতিপক্ষের হামলায় ও ভাংচুরের ঘটনায় কল্পনাও মুন্নী নামে ২ নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও স্থানীয় সুএে জানাযায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটির উত্তর পাড়ায় গত রবিবার দুপুরে পৃর্ব শক্রতার জেরে হক মিয়া,শাহআলম, স্বপ্না,ছালমা,তাসলিমা ও সৃতি গংরা একএিত হয়ে একই এলাকার মন্জিল মিয়ার মেয়ে মুন্নী( ১৭) উপর হামলা করে শ্লীলতাহানি ও বাড়িতে হামলা করে ভাংচুর করার অভিযোগ উঠেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুন্নী ও তার মা কল্পনা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হক মিয়া গঁংদের সাথে দীর্ঘ দিন যাবত শক্রতা চলছিল তার জের ধরে রবিবার দুপুরে তারা মুন্নীকে মারধর ও শ্লীলতাহানি করে হক মিয়া ও শাহআলম এসবের প্রতিবাদ করায় স্বপ্না, তাসলিমা, সৃতি ও ছালমা গংরা বাড়িতে হামলা চালিয়ে মারধর ওভাংচুর করে। এতে মুন্নীর অবস্থা আশংকাজনক হলে এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করেন।
এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলছে।