1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন যাত্রী ছাউনির অভাবে যাত্রীদের ভোগান্তি মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন উৎসব ও আনন্দের মধ্যদিয়ে পালিত হলো সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান মদনে এক যুবকের লাশ উদ্ধার মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মহিলা মাদ্রাসার নির্মাণকাজে বাধা ভূমিকম্পে দেয়াল ধসে পাকুন্দিয়ার পিতা-পুত্রের মৃত্যু
শিরোনাম
গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন যাত্রী ছাউনির অভাবে যাত্রীদের ভোগান্তি মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন উৎসব ও আনন্দের মধ্যদিয়ে পালিত হলো সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান মদনে এক যুবকের লাশ উদ্ধার মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ হোসেনপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মহিলা মাদ্রাসার নির্মাণকাজে বাধা

গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়েছে

নুর আহমেদ পলাশ

ডিপ্লোমাধারীদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জে ডিপ্লোমাধারী নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। সোমবার (২৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বক্তারা আরও জানান, ৪৮ বছরের ঐতিহ্যমণ্ডিত স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা দাবি করেন, দেশে বর্তমানে ৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ১ জন নার্স, যা আন্তর্জাতিক মানের সম্পূর্ণ বিপরীত। বিশ্বব্যাপী দক্ষ নার্স ও মিডওয়াইফদের ব্যাপক চাহিদা থাকলেও দেশে এই খাতের নীতিমালা উন্নয়ন ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।

নার্স-মিডওয়াইফদের উত্থাপিত ৮ দফা দাবি
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৫. ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন, এবং ভুয়া ও অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৭. ঝুঁকিভাতা চালু এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত সংখ্যক নার্স-মিডওয়াইফের পদ সৃষ্টি ও নতুন নিয়োগ।

মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST