1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা: আহত ৫

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে রমিজলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভুক্তভোগী আব্দুল মতিন সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ভাটারা ইউনিয়নের চর হরিপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল মতিনের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও তার সমর্থকদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী বাজারে রমিজলের চা দোকানের সামনে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়।ঘটনায় আহত হন আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, দুলাল সরকার, জহুরুল ইসলাম তাজেল ও নুরুল ইসলাম। গুরুতর আহত আব্দুল মতিন,জহুরুল ইসলাম তাজেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আব্দুল মতিন বলেন, “জমি সংক্রান্ত বিষয় আদালতে সমাধান হবে।তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে এবং আমার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ইতিপূর্বেও তারা আমাদের উপর প্রভাব খাটিয়ে নির্যাতন করেছে। আমরা আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।”

অপর পক্ষের জহুরুল ইসলাম জানান, “গাবতলী বাজারে আমাদের উপস্থিতি হলে তাদের পক্ষের মতিন গংরা আমাদের উপর আক্রমণ শুরু করে।”

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST