ভৈরব প্রতিনিধি।
পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়- এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা ও ভৈরব পৌরসভার আয়োজনে পরিবহণ চালকদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর আয়োজন করা হয়। ১৯ জুলাই শনিবার ভৈরব পৌর মিলনায়তন এই কর্মশালার উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন।
দিনব্যাপি পরিবহন চালক কর্মশালার আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরি সদস্য মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকা এর সভাপতি এরফানুল হক নাহিদ, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও (নিসচা) ভৈরব শাখার উপদেষ্টা হাজী মো. শাহিন, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম-সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, নিসচার পৃষ্ঠপোষক সাবেক ভিপি মোঃ সাইফুল হক, ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নিসচা কেন্দ্রীয় কমিটির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও ধামরাই সভাপতি নাহিদ ইসলাম, প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক ও নিসচার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল-মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, জাতীয় জনতা পার্টি বাংলাদেশের সমন্বয়কারী এন কে সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক শরিফুল হক জয় প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. শরীফুল আলম বলেন, আমরা অধিকারের ক্ষেত্রে নিজেরটারই চিন্তা করি সমাজ ও দেশ নিয়ে চিন্তা করি না। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা তাদের লিফলেটে সুন্দর ভাবে চালক ও পথচারী, প্রশাসন, যাত্রীদের কি করণীয় আছে তা পুঙ্খানোপুঙ্খভাবে তুলে ধরেছেন। এটি আপনারা ভালভাবে পড়লেই অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। তিনি আরো বলেন, আমরা আর আমাদের সন্তানদের সড়কে হারাতে চাই না। সবাইকে সড়ক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা অনেকটা কমে আসবে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ জেলার একটি অন্যতম উপজেলা ভৈরব। ভৈরবকে একটি ভাল জায়গায় নিতে গেলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন আগামী দিনে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখাকে তিনি এবং তার দলের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি চালক ভাইদের আরো অনেক বেশী সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা ২৫ বছর যাবৎ ভৈরবে সড়ক আন্দোলন ও অন্যান্য সামাজিক কার্যক্রমে অনবদ্য ভূমিকার জন্য তিন বার জাতীয় পর্যায়ে সেরা সংগঠনের পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা কার্যকরী সদস্য কাজী ওসমান গনি ও গীতা পাঠ করেন নিসচা সাধারণ সদস্য মুন্নি সাহা এবং শোক প্রস্তাব উপস্থাপন করেন নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের লালগালিচা সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নিসচার অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ও সদস্য সচিব দীপা নাছির এবং অন্যান্য নিসচা পরিবারের নারী সদস্যরা। উদ্বোধক, প্রধান অতিথি ও বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথিকে নিরাপদক সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে চালকদের সার্টিফিকেট, গেঞ্জি ও সম্মানি প্রদান করা হয়। অনুষ্ঠানে দিনব্যাপী পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, ভৈরব পৌরসভার নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন প্রশিক্ষণ কর্মশালাটির মিডিয়া পার্টনার ছিলেন শীর্ষ আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকন্ঠ। দিনব্যাপী পরিবহন চালক প্রশিক্ষণ কর্মশালায় শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভৈরব যুব রেডক্রেন্ট টিমের একটি সু-সজ্জিত দল।