নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনাকে কেন্দ্র করে মিছিল মিটিং নিয়ে লিখিত বক্তব্য জানিয়েছেন জেলা প্রশাসন।
উল্লেখ যে, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভুইয়া কিছু শব্দচয়ন করেন যা জেলা প্রশাসন কোনভাবেই সমর্থন করে না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছে, এটি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূইয়ার একান্তই নিজস্ব বক্তব্য এবং জেলা প্রশাসন আপত্তিকর এই বক্তব্যের প্রতিবাদ করছে।
জেলা প্রশাসন বলছেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানানোই ছিলো এ আয়োজনের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানটি আয়োজনের জন্য জেলা প্রশাসন বিভিন্ন উপ- কমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক সভা করে। উপ-কমিটির এসব সভায় বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও দিক-নির্দেশনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আলোকেই মঞ্চে আসনবিন্যাসহ বক্তাদের তালিকা তৈরি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্য থেকে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভুইয়া কিছু শব্দচয়ন করেন যা জেলা প্রশাসন কোনভাবেই সমর্থন করে না। এটি তার একান্তই নিজস্ব বক্তব্য এবং জেলা প্রশাসন এই বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছে। তাঁর বক্তব্যের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন জুলাই বিপ্লবে আত্মদানকারী বীর শহীদ, আহত ও অংশগ্রহণকারী জাতির অকুতোভয় সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ। জেলা প্রশাসন এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ ওঠেছে, আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানটি সাজানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়াসহ বেশ কয়েকজন আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। ইদ্রিছ আলী ভূঁইয়া তার বক্তব্যে বিজয় দিবসের পোস্টারে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহারের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন করে বলেন, আবু সাঈদ শহীদ হয়েছে, কার সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে? কোন দেশের সাথে তার যুদ্ধ হয়? ইদ্রিছ আলী ভূঁইয়া বলেন, তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেশটাকে এক হাত থেকে আরেক হাতে পরিবর্তন করছে। আবু সাঈদের ছবি না দিয়ে যদি শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দিতো, তাহলে আমাদের কোন আপত্তি ছিলো না। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের কাছে ব্যাখা দাবি করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।