1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বাড়িতে হামলা-অগ্নি সংযোগের অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩০৪ বার পড়েছে


মোঃ সোহেল রানাঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তরকুড়েরপাড় এলাকায় আক্কাছ বাহিনি কতৃর্ক হামলা লুটপাট ও রাতের বেলা অগ্নি সংযোগ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসি ও মামলা সূত্রে জানা যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তরকুড়েরপাড় এলাকায় রস্তমআলীর পুত্র আক্কাছ আলীর বাহিনির লোকজন নিমা,ফাতেমা,গংরা গত ১২/০৫/২০২৩ তারিখ সকালে নাছিমার বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ একলক্ষ টাকা লুটপাট করে। সেই সাথে ঐ দিন রাতেই আক্কাছ আলী গংরা নাছিমার বাড়িতে অগ্নি সংযোগ করে ঘর পুড়িয়েছে বলে জানান সোহেল, হাজী মোঃ মমিন সহ এলাকাবাসি।
এ ছাড়াও হাজী মোঃ চমির উদ্দিন বলেন ভোক্ত ভুগি নাছিমা তার বোন রহিমার কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘড় নির্মান করে থাকলে সেখান থেকেও আক্কাছ আলি গংরা বাড়িঘরে ভাংচুর করে তাড়িয়ে দেয়।
উক্ত ঘটনায় নাছিমা বাদি হয়ে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহনকারী আদালত নং-১ এ একটি পিটিশান দাখিল করে যাহার নং – ১৯৭/২৩।
এ বিষয়ে অভিযোক্ত আক্কাছ আলিকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST