1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহের সাংবাদিকদের দাবী আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আহবান -সংস্কার কমিটি
শিরোনাম
বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরের গোলাবাড়ীতে মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের পৌরসভায় কর্মকর্তার পরিচয় অবৈধ কর্মকান্ডে অতিষ্ঠ জনগন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩০ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পৌরসভায় চাকুরীর প্রভাব দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নুর ইসলাম (৫০) এর বিরুদ্ধে। লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কালুহাজী রোডস্থ বজলুর রহমানের ছেলে নুরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট এমন অপকর্ম চালিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন থেকে নিজেকে পৌরসভার কর্মকর্তা ও সাবেক পৌর মেয়রের ঘনিষ্ঠ জন পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করছেন নুর ইসলাম। এছাড়াও কোন নিয়ম—নীতির তোয়াক্কা না করে নাগরিকদের জন্ম সনদ, মৃত্যুসনদ, বিভিন্ন সনদের ভূল সংশোধন, শিশুভাতা, বিধবা ভাতা ইত্যাদি করে দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। তার চাহিদা মত টাকা দিতে ব্যর্থ হলে হয়রানির শিকার হতে হয়। জনপ্রতিনিধি, পুলিশ, প্রবাসী ও সধারণ নাগরিক কেইউ রক্ষা পাচ্ছেনা তার হাত থেকে।

ঐ এলাকার বাসিন্দা মো: সোহাগ হোসেন জানান, নুর ইসলাম আমাদের প্রতিবেশী, সে পৌরসভায় চাকরি করে পরিচয় দিয়ে জন্মসনদ সংশোধন বাবদ আমার নিকট সাত হাজার টাকা চেয়েছে। জাবেদ হোসেন জানান, শিশুভাতা করে দিবে বলে তার নিকট সাত হাজার টাকা দাবী করেছে নুর ইসলাম। মো: শাহজাহান বলেন, জন্মসনদের ভূল সংশোধনের নামে দুই হাজার টাকা করে চার বার টাকা নিয়েছিলো নুর ইসলাম। রনি জানান, তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে গেলে নুর ইসলাম তাদের নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় জমি বিক্রি করতে দেওয়া হবেনা বলে হুমকি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি জানান, সাত—আটজন লোক নিয়ে এলাকায় নুর ইসলামের একটি সিন্ডিকেট রয়েছে। নুতন বাড়িঘর নির্মানকারীদের নিকট থেকে টাকা আদায়ে এ সিন্ডিকেট কে ব্যবহার করে থাকে সে। এই এলাকায় কোন জমি ক্রয়—বিক্রয় এবং নতুন বাড়ী বা ভাউন্ডরী করতে গেলে নুর ইসলামকে টাকা দিতে হয়। না হয় ঐ জমিতে মায়ের কিছু অংশ আছে দাবী করে ঝমেলা সৃষ্টি করে। পরবতীর্তে তার লোকজনের মধ্যস্থতায় টাকার বিনিময়ে রফাদফা করে।

এই বিষয়ে জানতে চাইলে নুর ইসলাম বলেন, মানুষের প্রয়োজনে কাজ করে দেই, তারা টাকা দিয়েছে, তবে এতো টাকা কখনো দেয়নি। বিষয়টি মিডিয়ার নিকট বলাটা দুঃখজনক। তিনি আরও বলেন, চাঁদাবাজির বিষয়টি সঠিক নয়, এক চেয়ারম্যান আমাদের এখানে বাড়ী করছেন, সেখানে আমরা জমি পাবো, জমি বাবদ তার কাছ থেকে টাকা নিয়েছি। একপর্যয়ে, এবিষয়ে নিউজ প্রকাশ করলে সাংবাদিদের আইসিটি আইনে মামলা করার হুমকী দেন তিনি।

নুর ইসলাম প্রসঙ্গে পৌরসচিব আলাউদ্দিন জানান, নুর ইসলাম পৌরসভার নিয়মিত বা মাষ্টাররোল ভুক্ত কোন কর্মচারী নয়। পৌরসভার যেসব নাগরিক দরখাস্ত লিখতে পারেননা, তাদের দরখাস্ত লিখে দেন তিনি। এর জন্য সামান্য পারিশ্রমিক নির্ধারন করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST