নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা বিএনপির বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তাড়াইল বিএনপির একাংশ।
কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর।
সংবাদ সম্মেলনে বলেন,
তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, আবুল হাসান রতন হত্যার বিচার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তাড়াইল উপজেলা শাখা’র আহ্বায়ক আতিকুর রহমান অপু’র উপর বর্বোরচিত হামলা ও বর্তমান উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের দাবী তুলেন তারা ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
দ্বিধাবিভক্ত তাড়াইল বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বর্বোরচিত হামলায় রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসান রতনকে হারাই প্রায় ১০ মাস চলে গেলেও বিএনপি’র একাংশের নেতৃত্বের প্রভাবে হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এখন পর্যন্ত মামলাটির চার্জশীট প্রদান করা হইতেছে না, বিচারের বানী নীরবে নিভৃতে হারিয়ে যাবে কিনা এ ব্যাপারে আমরা সন্দিহান। আমরা রতন হত্যার বিচার দ্রুত কামনা করছি।
গত ২০ অক্টোবর তালজাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের উপর বর্বোরচিত হামলা করা হয়। এখন পর্যন্ত প্রতিপক্ষের প্রভাবে আইনি কোন প্রতিকার পাচ্ছি না। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।
গত ৩০ এপ্রিল তাড়াইল উপজেলা বিএনপি’র সম্মেলন সমাপ্ত হলেও দীর্ঘ ৪ মাস পর একটি পক্ষপাত দুষ্ট ত্যাগী ও কারা নির্যাতিত নেতৃত্ব বাদ দিয়ে (এক পরিবার কেন্দ্রিক) আওয়ামী ও জাতীয় পার্টির সমন্বয়ে উপজেলা কমিটি প্রকাশ করা হয়। আমরা এই কমিটি পুনর্গঠনের জোর দাবী জানাচ্ছি। কারন এই ধরনের স্বেচ্ছাচারী কমিটি দিয়া গণতন্ত্রের কাঙ্খিত লক্ষ্য নির্বাচনের বৈতরনী পার পাওয়া অসম্ভব। তাই উপরোক্ত বিষয় সমূহের উপর যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
আকলাখুল ইসলাম অংকুর সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি, হাজী শরিফুল মাহমুদ শোয়েব,সহ-সভাপতি তারাইল উপজেলা বিএনপি শফিকুল ইসলাম দানু সদস্য তারাইল উপজেলা বিএনপি, আব্দুল হাকিম রানা যুগ্মসাধারণ সম্পাদক তারাইল উপজেলা বি এনপি
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হাসান ভুঁইয়া রাকিব সদস্য সচিব তারাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল, জিয়াউর রহমান জিয়া সদস্য সচিব তাড়াইল যুবদল, আব্দুল কাইয়ুম সভাপতি তাড়াইল শ্রমিক দল, সাগর মিয়া আহ্বায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, শওকত হোসেন বিপ্লব আহবায়ক তাড়াইল উপজেলা যুবদল, আতিকুর রহমান অপু আহ্বায়ক তাড়াইল উপজেলার স্বেচ্ছাসেবক দল, মীর্জা সোহেল’যুগ্ন আহ্বায়ক তাড়াইল উপজেলা যুবদল