1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

রাজারহাটে ধর্ম্মীয় ভাবগম্ভীর পরিবেশে দুর্গোৎসব পালিত

  • প্রকাশ কাল বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়েছে

রাজারহাটে ধর্ম্মীয় ভাবগম্ভীর পরিবেশে দুর্গোৎসব পালিত

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের ১২৩টি পূজা মন্ডপে ধর্ম্মীয় ভাবগম্ভীর এবং নানান আচার অনুষ্ঠানের বিধি অনুযায়ী শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাষষ্ঠীর পূজার মাধ্যমে দেবীর অকার বোধন,চন্ডি পাঠ,পবিত্র গীতা পাঠ, ঢাক বাদ্যের কাঠির মূর্ছনায়, হাজারো মহিলা কন্ঠে উলুধ্বনির ঝংকার, ত্রি- পত্র বেল পাতার সবুজাভ মিলনে, সদ্য ফোটা ১০৮টি পদ্ম ফুলের সৌরভে প্রতি মন্দিরে মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যাআরতি সংযোজনে ধূনচি নৃত্যের অনুশীলনে প্রতিযোগীতায় মেতে ওঠে শিশু- কিশোর- কিশোরীরা।
মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজোর প্রাক্কালে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আসেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়। তার আনে প্রানবন্ত আর মহিমাময় হয়ে উঠে অনুষ্ঠান গুলো। উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধাঃ সম্পাদক ও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু মহোদয়ের সঞ্চারনায় অনিন্দ্য আর ভাষা বিন্যাসের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয়, মধুময় আর ধর্ম্মীয় বাক্য সম্বলিত সুচিন্তিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান ও সহকারী ভূমি কমিশনার মহোদয় প্রমূখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST