সুলাইমান আহমদ
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ভোটাররা ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন।
বর্তমানে পাইকপাড়া, মহিষবের, মাথিয়া (পশ্চিম) ও বাঁশহাটি গ্রামের ভোটারদের কেন্দ্র নির্ধারিত হয়েছে আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে। কিন্তু বিদ্যালয়টি এলাকার একেবারে প্রান্তে হওয়ায় প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সেখানে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক ভোটারই এ কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে মাথিয়া (পশ্চিম) গ্রামের পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন জেলা নির্বাচন অফিসারের নিকট লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ভোটারদের সুবিধার্থে পশ্চিম মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হলে সবাই সহজে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি গাগলাইল মৌজায় অবস্থিত। অথচ সংশ্লিষ্ট গ্রামগুলো মাথিয়া মৌজায় অবস্থিত। সে হিসেবেও ভোটকেন্দ্র স্থানান্তর যুক্তিযুক্ত।
এ বিষয়ে গণস্বাক্ষর ও এলাকার নকশাও সংযুক্ত করে নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে।