1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা হামলা অভিযোগ

  • প্রকাশ কাল সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈত্রিক জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ তুলেছেন গাইটাল নয়াপাড়ার বাসিন্দা আঃ জলিল। প্রতিপক্ষ কেবল দখলের চেষ্টা করছে তাই নয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।
রবিবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঃ জলিল এসব অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ২০২১ সালে জমি নিয়ে বিরোধের জেরে তিনি আদালতে সি.আর মামলা (নং-১৮৫/২০২১) দায়ের করেন। এর জের ধরে চলতি বছরের ৬ জুন প্রতিপক্ষ আরমান (পিতা মৃত ফজর আলী) তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৫) দায়ের করেন। আদালতে হাজির হয়ে জমির মালিকানা প্রমাণ করার পর তিনি জামিনে মুক্ত হন। পরবর্তীতে তিনি আবারও সি.আর মামলা (নং-৮৩৫/২০২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে খিরদা বাজারে প্রতিপক্ষ মোঃ আঃ হক (৫০) ও মোঃ আঃ হাই (৫৫) গং প্রকাশ্যে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আঃ জলিল।

সংবাদ সম্মেলনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন “আমার পিতার বৈধ সম্পত্তি দখলের জন্য প্রতিপক্ষ নানাভাবে ষড়যন্ত্র করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এমনকি প্রকাশ্যে আমাকে প্রাণনাশের জন্য আমাকে ও আমার বাতিজাকে রামদা দিয়ে কোপ দিয়ে আহত করেছ বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিন আছি।”
তার দাবি, এই ঘটনায় পরিবারের নারী ও প্রবীণ সদস্যরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট জমি বর্তমানে আদালতে বিচারাধীন। ভুক্তভোগীর অভিযোগ, আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ নিয়মিত দখলচেষ্টা চালাচ্ছে। এতে আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকি, প্রতিপক্ষের একজন ছেলে পুলিশের চাকরি করে প্রভাব খাটাচ্ছেন, ফলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। মিথ্যা মামলা প্রত্যাহার, াদালতের নিষেধাজ্ঞা কার্যকর করে জমির প্রকৃত মালিকানা রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, আদালতের আদেশ কার্যকর না হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের আস্থা নষ্ট হবে।
একজন স্থানীয় ব্যবসায়ী জানান “খিরদা বাজারের ঘটনাটি আমরা নিজের চোখে দেখেছি। মামলা-মোকদ্দমা চললেও প্রতিপক্ষের দাপট বেড়ে গেছে। প্রশাসন দ্রæত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST