1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে এক যুবকের লাশ উদ্ধার মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মহিলা মাদ্রাসার নির্মাণকাজে বাধা ভূমিকম্পে দেয়াল ধসে পাকুন্দিয়ার পিতা-পুত্রের মৃত্যু পাকুন্দিয়া উপজেলা সাংবাদিকতার এক নক্ষত্র এম এ রশিদ ভূইয়া বিদায় ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর আবার ভূমিকম্প সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি : রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই ময়মনসিংহে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের হাঁটুরে কবিতার আসর
শিরোনাম
মদনে এক যুবকের লাশ উদ্ধার মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ হোসেনপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মহিলা মাদ্রাসার নির্মাণকাজে বাধা ভূমিকম্পে দেয়াল ধসে পাকুন্দিয়ার পিতা-পুত্রের মৃত্যু পাকুন্দিয়া উপজেলা সাংবাদিকতার এক নক্ষত্র এম এ রশিদ ভূইয়া বিদায় ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর আবার ভূমিকম্প সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি : রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই

হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ কাল সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়েছে


আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ স্টেশন সংলগ্ন অবস্থিত হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর কাজী করিম উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহমুদা সুলতানা। বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা সাত্তারের পরিচালনায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইকবাল হোসেন, উম্মে কুলসুম, প্রভাষক এখলাছ উদ্দিন, প্রভাষক আবুল ফারাহ, মোহাম্মদ মোজাম্মেল হক মিসবাহ, সিনিয়র শিক্ষক মো: আ.রাজ্জাক ভুইয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিতু মনি,রনবীর চক্রবর্তী, আনিকা,নুসরাত জাহান শিবলী,বিথী আক্তার প্রমুখ। পরে হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এর আগে অতিথিদেরকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রভাষক এখলাছ উদ্দিন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
গুরুদয়াল সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর কাজী করিম উল্লাহ বলেন, শিক্ষার জন্য একটি প্রশান্তময় পরিবেশ থাকা জরুরী। এ প্রতিষ্ঠানের এমন পরিবেশ বিরাজমান রয়েছে। যা দেখে আমি খুবই উৎফুল্লিত হয়েছি। শান্তময় পরিবেশে শিক্ষা বিস্তারের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিঠের অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আজকের বিদায়ী শিক্ষার্থীরাও আগামীতে ইতিহাস সৃষ্টি করবে বলে আমি আশাবাদী।
হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,ঐতিহ্যবাহী বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিদ্যালয়টির সাফল্য অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে ৭৬৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এরমধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ১৩১ ,৭ম শেণিতে ১৩২,৮ম শেণিতে ১৫৫,৯ম শেণিতে ১১৫,১০ম শেণিতে ১২৩, একাদশে ৬৩, দ্বাদশে ৪৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। স্কুল শাখায় শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় সেকশন বাড়ানো জরুরী। খুব শিঘ্রই মিটিং করে সেকশন বাড়ানোর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহমুদা সুলতানা বলেন, মনোরম পরিবেশে ২ একর ৩৭ শতাংশ জমির উপরে এতদাঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। আশা করি আমাদের বিদায়ী শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতকার্য হয়ে প্রশংসা কুঁড়াবে।
প্রসঙ্গত ১৯৬২ সালে হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালের ২৩ জুলাই বিদ্যালয়টি কলেজে রুপান্তরিত হয়। বিদ্যালয়টিতে ১৯ জন শিক্ষক রয়েছে। এরমধ্যে কলেজ শাখায় ১০জন ও স্কুল শাখায় ৯ জন। একজন অফিস সহকারী ও ৫ জন কর্মচারী সমন্বয়ে এডহক কমিটির মাধ্যমে গ্রামীণ মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST