মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাম্য হত্যাকান্ডের মূল ঘাতকসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি কটিয়াদী সরকারি কলেজ ক্যাম্পাস হইতে শুরু করে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। সমাবেশে কটিয়াদী সরকারী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি মাফিউল ইসলাম শুভ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনির হোসেন নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কটিয়াদী পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক শাহারিয়া রিপন, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সৌরভ শাহ প্রমূখ। সমাবেশে বক্তারা সাম্য হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারীদেও দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক বিচার করতে হবে। সাম্য হত্যাকাণ্ডের বিচার না হলে আমরা ছাত্রদল ও জাতীয়তাবাদী আদর্শের সকল সংগঠন কঠোর আন্দোলনে নামবো।