–
ফুলের গন্ধে নিশি জেগেছে আজ,
আসমানের তারকারা সাজিয়েছে সাজ।
দলে বেঁধে উড়ে যায় জোনাকির ঝাঁক,
কোকিলটা ডাকছে বসন্তের শেষ কুহু ডাক।
জালে-জালে ধরা পরে রূপোলীর ঝাঁক,
রঙিন খোলে বাঁজছে বাংলার ঢাক।
সবুজের বুক চিরে ছুটে যায় চাষি,
মন দিশেহারা শুনে রাখালের বাঁশি,
ধানের শীষে দোল খায় কৃষকের স্বপ্ন,
ঝরে গিয়ে মুক্তো ফলে সোনালী রত্ন।
ডালে-ডালে দুলছে কচি-কচি আম,
অলংকৃত করিলো শাখা ভরা জাম।
জেগে উঠে আত্রায়ে চিক্-চিকে্ চর,
বাঁধে সেথায় আসমানীরা স্বপ্নের ঘর।
আদুল গায়ে শিশুরা খেলে কানামাছি খেলা,
রৌদ্রস্নাত দুপুরে বসে হুরের মেলা।
আচমকা কালো মেঘে ঢেকে দিলো চাঁদ,
নিভে গেলো বসন্ত এলো গ্রীষ্মের প্রভাত।
বৈশাখীর জন্মদিনে সবাই শুভেচ্ছা নিও,
সুবাসিত কেশে শুভ্র কলমি ফুল দিও।
সুখে থাকুক সব লোকে এই মোর আশা,
সব বিষাদ ভুলে নতুন করে বনুক সবে বাবুই পাখির বাসা।
লেখা: আব্দুল হালিম
শিক্ষার্থী নওগাঁ সরকারি কলেজ নওগাঁ, রাষ্ট্র বিজ্ঞান শেষ বর্ষ।