মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কটিয়াদী সরকারি স্কুল মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, কলেজ ও স্কুল শাখার স্কাউটস এবং গার্লস গাইডদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতার ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭:০০ টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাঈল, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈসা খাঁন, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ও মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, পৌর যুবদলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য সচিব মোঃ জিল্লুরর রহমান, কটিয়াদী সরকারী কলেজ, কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমকি শিক্ষক সমিতি, কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ, শিক্ষক সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ৮:০০ টায় কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার-ভিডিপি, কলেজ ও স্কুল শাখার স্কাউটস এবং গার্লস গাইড। অভিবাদন গ্রহণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
একই স্থানে সকাল ১০:০০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।