মোহাম্মদ মোজাহেরুল কাদের:
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির এক মতবিনিময় সভা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ কাজী ইউছুফ আলী চৌধুরীর সভাপতিত্বে ১৭ ফেব্রুয়ারী বন্দর নগরী চট্টগ্রামের হোটেল সফিনার হল রুমে দুপুরে অনুষ্টিত হয়।
কাজী সারুয়ারে আলমের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময়
সভায় প্রধান অতিথি ছিলেন,কেন্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ কাজী শাহ মাওলানা মুহাম্ম নেছারুল হক,বিশেষ অতিথি মহাসচিব কাজী মুহাম্মদ সেলিম রেজা,সহ-সভাপতি আলহাজ কাজী মোজাম্মেল হক চৌধুরী,সহ-সভাপতি আলহাজ কাজী সোলাইমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ কাজী জামাল উদ্দিন, বক্তব্য রাখেন,কাজী মোহাম্মদ জাহেদ ( চট্টগ্রাম মহানগর) কাজী ছৈয়দ মোহাম্মদ আবু ছালেহ (চট্টগ্রাম মহানগর) কাজী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম কারেী(সন্ধীপ) আলহাজ কাজী মাওলানা মুহাম্ম মোজাহেরুল কাদের (চন্দনাইশ) কাজী মাওলানা বদিউর রহমান (পটিয়া) কাজী মাওলানা মোহাম্মদ এরশাদ হোছাইন (সাতকানিয়া)
সভায় বক্তারা বলেন,নিকাহ রেজিষ্ট্রারগন দেশের গুরুত্বপুর্ন ায়িত্ব পালন করছেন। তারা সরকারের এক অবিচ্ছ্য অংশ। সুন্র ও সুখী এবং সমৃ্যশালী সমাজ বিনির্মানে তাদের ভুমিকা সমাজে অনস্বীকার্য।
সভায় কাজীদের পেশাগত ায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয়।এসব সমস্যা সমাধানে আইন বিচার ও সংস বিষয়ক উপষ্টোর সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে বিশেষ মুনাজাতের মধ্য েিয়ে শে ও জাতির মংগল কামনার মধ্য েিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
মো:মোজাহেরুল কাদের
চট্টগ্রাম।০১৮১৫৬৭১৬১৯
তাং-১৭/২/২৫
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির মতবিনিময় সভা অনুষ্টিত
মোহাম্মদ মোজাহেরুল কাদের। চট্টগ্রাম
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির এক মতবিনিময় সভা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ কাজী ইউছুফ আলী চৌধুরীর সভাপতিত্বে ১৭ ফেব্রুয়ারী বন্দর নগরী চট্টগ্রামের হোটেল সফিনার হল রুমে দুপুরে অনুষ্টিত হয়।
কাজী সারুয়ারে আলমের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময়
সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ কাজী শাহ মাওলানা মুহাম্ম নেছারুল হক,বিশেষ অতিথি মহাসচিব কাজী মুহাম্মদ সেলিম রেজা,সহ-সভাপতি আলহাজ কাজী মোজাম্মেল হক চৌধুরী,সহ-সভাপতি আলহাজ কাজী সোলাইমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ কাজী জামাল উদ্দিন, বক্তব্য রাখেন,কাজী মোহাম্মদ জাহেদ ( চট্টগ্রাম মহানগর) কাজী ছৈয়দ মোহাম্মদ আবু ছালেহ (চট্টগ্রাম মহানগর) কাজী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম কারেী (সন্ধীপ) আলহাজ কাজী মাওলানা মুহাম্ম মোজাহেরুল কাদের (চন্দনাইশ) কাজী মাওলানা বদিউর রহমান (পটিয়া) কাজী মাওলানা মোহাম্মদ এরশাদ হোছাইন (সাতকানিয়া)
সভায় বক্তারা বলেন,নিকাহ রেজিষ্ট্রারগন দেশের গুরুত্বপুর্ন ায়িত্ব পালন করছেন। তারা সরকারের এক অবিচ্ছ্য অংশ। সুন্র ও সুখী এবং সমৃ্যশালী সমাজ বিনির্মানে তাদের ভুমিকা সমাজে অনস্বীকার্য।
সভায় কাজীদের পেশাগত ায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে আইন বিচার ও সংস বিষয়ক উপষ্টোর সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে বিশেষ মুনাজাতের মধ্য েিয়ে শে ও জাতির মংগল কামনার মধ্য েিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।