অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
জানেন তো সময় দৌড়াচ্ছে
জীবন খাটো হয়ে আসছে
যা খাওয়ার খেয়ে নিন
মনের খায়েশ পুর্ণ করে নিন।
কতো অন্যায় অপরাধ ঘটে গেলো
প্রতিবাদ করা উচিৎ ছিলো
শুধু দেখেই গেলাম
ভীরু চোখে নীরবতা পালন করলাম।
মানুষ নামের অমানুষ বলে
কথা বলি তলে তলে
হাত রাখি লুকিয়ে
বাহাদুরি করি তুচ্ছ জীবন নিয়ে।
জীবন তো একটাই
কেন গায়ে বাতাস দিয়ে বেড়াই
আছে যে বহু কিছু দায় দেনা
বুঝেও কেন বুঝি না।
যদি পারো সাধ্য মতো
সরাও জঞ্জাল ধূলি কণা আছে যত
সময় নাই, দৌড়াও,কিছু একটা কর
জনমের ঋন পরিশোধ কর।
জান তো, থাকবে না তুমি
একই পথে পাড়ি জমাবো আমি
বাড়ি গাড়ি অর্থ বিত্ত যাবে না সাথে
কেন করি গর্ব অহংকার সুখে মেতে।