মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ বাজিতপুরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।
চলতি মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিই মূল লক্ষ্যে কৃষি বিভাগের। সেই লক্ষ্যেই ৪০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় এবার ৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। মাসকলাই চাষে কৃষকদের যেকোন সমস্যায় কৃষি বিভাগ পাশে থাকবে।’