মোহাম্মদ খলিলুর রহমান :-
সাফল্যের অগ্রযাত্রায় ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ কিশোরগঞ্জের বাজিতপুরে পূবালী ব্যাংক লিমিটেডে এর ১৯৮ তম উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি বাজিতপুর উপজেলায় এর কার্যক্রম শুরু করেছে।
পূবালী ব্যাংক লিমিটেড এর বাজিতপুর উপশাখা উদ্বোধন উপলক্ষে রবিবার (৩০ জুন ) বেলা সাড়ে ১১টায় বাজিতপুর কলেজ রোডে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়।
ভৈরব পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ সাইফুল হক এর সভাপতিত্বে উপশাখা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রেজাউল হক কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামাল লাদেন, সাবেক কমিশনার রফিকুল ইসলাম গোলাপ, বাজিতপুর পূবালী ব্যাংক লিমিটেডে এর উপশাখা ব্যবস্থাপক মো: সুমন মিয়া ।
বিশেষ অতিথি মোহাম্মদ মনিরুল ইসলাম বক্তব্যে বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সংগে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাজিতপুর উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।