মকবুল হোসেন
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সরকারি কলেজ ঘাট ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসল করতে এসে নিখোঁজ হওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিসের অনুসন্ধানে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে।
আজ ২৫ শে এপ্রিল ২০২৪ইং বৃহস্পতিবার দুপুর ১২:৩০ টার সময় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে আসলে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল মাস্টারের একমাত্র ছেলে স্থানীয় রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো: হুজ্জাত (১৫) ও তার সহপাঠীদের সাথে মিলে ভ্রমপুত্র নদে গোসল করতে এসে নিখোঁজ হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনা সংবাদ পেয়ে বিকাল ৫:২০ মিনিটে নদী থেকে লাস্ট টি উদ্ধার করতে সক্ষময় হয়।
হুজ্জাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।