বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি=
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পশ্চিম কৈলাগ হাওরে একটি ১০ শতক জমির কাঁচা ভুট্টা কেটে ফেলে দুর্বৃত্তরা। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে পূর্ব শুত্রুতার জের ধরে দৈনিক মানব জমিন বাজিতপুর প্রতিনিধি ও দৈনিক শতাব্দীর কণ্ঠের স্টাফ রির্পোটার হোসেন মাহবুব কামাল এর ১০ শতক জমির কাঁচা ভুট্টা রাতের আঁধারে কেটে ফেলে। গতকাল শনিবার খবর পেয়ে গিয়ে দেখা যায়, সারা খ্যাত জুরেই পড়ে আছে দুমড়ে মুচড়ে ও কাটা কাঁচা ভুট্টা গাছ। এর আগে গত তিন বছর ধরেই জমিতে জালের বেড়া দিলেও তা নিয়ে যায় চোরেরা। এ ছাড়াও কথা হয়, কালাম, কাইরুল, অালামিন,মইদুল,জামান, ফজল মিয়া, হাবিব মিয়া, আবির মিয়া, পিউরীর পেনু মিয়া, সহ অসংখ্য কৃষকের সাথে। তারা জানান, কৈলাগ হাওরে চারদিকে গত ১৫ দিন ধরে খিরাই শসা চোরদের দৌরাত্ম্যের কারনে রাত জেগে পাহারা দিতে হচ্ছে ফসলি জমি। এক মোন খিরাইর দাম ১৫/১৬ টাকা। একটি শক্তিশালী সক্রিয় চক্রের কাছে জিম্মি কৃষকরা। সামনে ইরিবোর ধানের মৌসুম নিয়ে চিন্তিত কৃষকরা।পুকুরের মাছ, গবাদিপশু সহ সব কিছুই অনিরাপদ কৈলাগ অঞ্চলে।
হোসেন মাহবুব কামাল
দৈনিক মানব জমিন
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
তাং ০৩/০২/২৪ ইং