মোঃ জহিরুল ইসলাম লিটন, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে তেলের চাহিদা পূরণে তেল ফসল এবং উচ্চফলনশীল বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক কৃষকদের মাঝে বিনামূল্যে বিনা সরিষা ৯, বিনা সরিষা ১১, বিনা ধান ২৪ এবং বিনা ধান ২৫ এর বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর নান্দাইল ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে সরিষা বীজ বিতরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষক নাসরিন আক্তার বানু সভাপতিত্বে,নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় – মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক- ড. মির্জা মোফাজ্জল, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ),সিএসও ও প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী সহ প্রমুখ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। পরে উপজেলার ৫শতাধিক কৃষকের মাঝে বিনা সরিষা-৯ ও ১১,বীজ ও ৮০ জন কৃষকের মাঝে বিনা ধান২৪,২৫ বিতরণ করেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/ কৃষাণী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।