1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ২কেজি গাঁজা ও প্রাইভেটসহ গ্রেফতার ৪

  • প্রকাশ কাল শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় কর্মরত এসআই(নিঃ) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/১২/২০২২ খ্রিঃ রাত ২১.৫০ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন কুলিয়ারচর থানাধীন লক্ষীপুর সাকিনস্থ লক্ষীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে আগরপুর হতে লক্ষীপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট্ বসিয়ে অভিযান পরিচালনা কালে ১. মোঃ কবির মিয়া(৩৮), পিতা-মৃতঃ জহির আলী , গ্রাম- পরমানন্দপুর, থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,বর্তমান: গ্রাম- ভৈরবপুর (দক্ষিনপাড়া (নাসির উদ্দিন খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া)) , থানা- ভৈরব, জেলা -কিশোরগঞ্জ, ২. মোঃ শহিদুল ইসলাম(৩৭), পিতা-মোঃ বাচ্চু মিয়া ,স্থায়ী: গ্রাম- চন্ডিবের, থানা- ভৈরব, জেলা -কিশোরগঞ্জ, ৩. দিপু মিয়া(২২), পিতা-মৃতঃ অহিদ মিয়া ,স্থায়ী: গ্রাম- চন্ডিবের (মধ্যপাড়া) , উপজেলা/থানা- ভৈরব, ৪. মোঃ রুবেল মিয়া(৩১), পিতা-আঃ আলী ,স্থায়ী: গ্রাম- চন্ডিবের (পলতাকান্দা) , থানা- ভৈরব, জেলা -কিশোরগঞ্জ জেলা – -কিশোরগঞ্জদেরকে গ্রেফতার করে তাহাদের হেফাজতে থাকা ০২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা এবং উক্ত মাদক দ্রব্য বহনে ব্যবহৃত গ্রে রং এর পুরাতন COROLLA প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্টো গ ১৩-২৯৩৫, মূল অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। উদ্ধার করে ২৯/১২/২০২২ খ্রিঃ রাত ২২.১০ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করে আসামীদেরকে হেফাজতে নেয়। উক্ত ঘটনায় কুলিয়ারচর থানার মামলা নং-১৪, তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST