নিজস্ব প্রতিবেদক ঃ রাসেল আমার
ছোট্ট বেলার খেলার সাথী। এ কথাটি আমি রাসেলের প্রসঙ্গ যখনই আসে
তখন সব সমই উল্লেখ করি। কারণ এ ঘটনাটি আমার জীবনের শ্রেষ্ঠেতম
ঘটনা ছিল। শ্রেষ্ঠতম একটি দিন ছিল। সেটি ১৯৭০ সালে একদিন আমার
বাবা বলেছিলেন, চলো আমরা আমার নেতার কাছে যাবো। আমরা সকাই
গাড়ি করে গেলাম সেই যায়গাটির নাম টাঙ্গাইল মধুপুরের জঙ্গলের ভিতর।
সেখানে আমি প্রথম জাতির জনককে সামনে থেকে দেখতে পেলাম,
বঙ্গমাতাকে সামনে থেকে দেখতে পেলাম। আর দেখতে পেলাম ছোট্ট একটি
শিশু শেখ রাসেলকে। যে আমাদের সমবয়সী ছিলো। এসময় আমার বাবা ও মা
সবাই ব্যস্থ হয়ে পড়লেন। তখন আমাকে ও আমার ছোট বোনকে ছোট্ট শিশু
শেখ রাসেল হাত ইশারা করে ডাকছে। আমরা তখন তার কাছে গেলাম। সে
জঙ্গলের বিভিন্ন গাছ ও নানা পশু –পাখি দেখালো আমাদেরকে। আমরাও
খুশি মনে ঘুরে ঘুরে দেখলাম। এক পর্যায়ে ছোট্ট রাসেল আমাদের হাতে
হাতে একটি করে ছোট্ পতাকা ধরিয়ে দিলো। সে সামনে আর আমরা
তার পেছনে । সে শ্লোগান দিলো জয় বাংলা আমরাও তার পেছন পেছন জয়
বাংলা শ্লোগান ধরলাম।
তিনি বলেন, ছোট্ট বেলা থেকেই আমি বড় হয়েছি বঙ্গবন্ধুর ছবি দেখে
আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেখে। তখন থেকেই জানতাম তারা
আমার বাবার নেতা। যখন আমি সক্রিয় রাজনীতিতে আসলাস অনেকেই
আমাকে প্রশ্ন করেছেন যে, আমার রাজনীতির হাতেখড়ি কিভাবে। আমার
তো জন্মই রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে। এখানে তো নতুন করে
হাতেখড়ির প্রশ্নই আসে না। কিন্তু তার পর ও ছোটবেলায় যার সান্নিধ্যে
এসে উপলব্দি করলাম সে ছিলো ছোট্ট শেখ রাসেল।
কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ
সৈয়দা জাকিয়া নূর লিপি মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের
কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্মদিনের কেককাটার পর আলোচনা সভা ও শহীদ
শেখ রাসেলসহ ১৫ আগস্টে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করার
সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক
মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা
আওয়ামী লীগের সাারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ দলের
অন্যান্য নেতৃবৃন্দ এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এর আগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিন শহীদ শেখ
রাসেল দিবস উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছারাও
দিবসটি উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে শহীদ শেখ
রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য
ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।এ ছাড়াও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে দুপুর দুইটায় জেলা শিল্পকলা
একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
করা হয়।