নিজস্ব প্রতিবেদক ◌ঃ ৮০ দশকের তোখর
ছাত্রনেতা। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলার চৌধুরী বাড়ির সন্তান।
হামিদুল আলম চৌধুরী ( নিউটন চৌধুরী)। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এবার আমি পরিবর্তনের ডাক দিয়ে ঘোড়া মার্কা প্রতীক
নিয়ে মাঠে নেমেছি।
তরুণ এ নেতা আরো বলেন, ইউনিয়ন পরিষদের সম্মানিত জনপ্রতিনিধিদের সম্মান ও তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমার এ লড়াই। আমাদের দেশে জনপ্রতিনিধির প্রথম স্থম্ভ হলো ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ।
আজ তারাই অবহেলিত ও উপেক্ষিত। তারা তাদের প্রাপ্য মর্যাদা টুকুও পাচ্ছেন না। তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্যই আমার এ
নির্বাচনে অংশগ্রহণ করা। মহান আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন তত দিন আমি পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য
মর্যাদার লড়াই করে যাবো।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হামিদুল আলম চৌধুরী ( নিউটন চৌধুরী) ছাড়া আরো তিন জন হলেন। আওয়ামীলীগ মনোনীত বীরমুক্তিযোদ্ধা
এডভোকেট জিল্লুর রহমান এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আশিকুজ্জামান এলিন ও জাতীয় পার্টির এডভোকেট আশরাফুল ইসলাম রেনু।
আগামিকাল ১৭ অক্টোবর ২০২২ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন।