শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলী থানার সাব ইন্সপেক্টর ইকবাল হোসেন,এ এস আই আ: সালাম,এ এস আই ফজলুল হক সহ
একদল পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় ৬ টায় বিশেষ অভিযান চালিয়ে সিংপুর ইউনিয়নের টিংগুরিয়া ট্রলার ঘাট থেকে ৩০০ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। গ্রেফতারকৃত হলেন, সুনামগঞ্জ মঙ্গলকাটা ইউনিয়নের সিংপুরহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন (৩২) ।
পুলিশে সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ৩০০ শত পিছ ইয়াবাসহ সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার
করেন ।