বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
-
প্রকাশ কাল
বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
-
২২৮
বার পড়েছে
রফিকুল ইসলাম লাভলু (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে স্থানীয় পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মান্নান শরীফ। উপজেলা কৃষক লীগের আহবায়ক তপন কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল ইসলামের সালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলেিগর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুছ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ, উপজেলা কৃষক লীগের এক নং যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। সম্মেলনে মো: রুহুল আমিনকে সভাপতি, হারুন অর রশিদকে সহ-সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেয়া হয়।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST