প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ২:৪০ এ.এম
রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

রফিকুল ইসলাম লাভলু (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মান্নান শরীফ। উপজেলা কৃষক লীগের আহবায়ক তপন কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল ইসলামের সালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলেিগর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুছ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ, উপজেলা কৃষক লীগের এক নং যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। সম্মেলনে মো: রুহুল আমিনকে সভাপতি, হারুন অর রশিদকে সহ-সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.