করোনাভাইরাসের কারণে বারবার পিছিয়ে পড়া ষষ্ঠ জনশুমারি অবশেষে শুরু হতে যাচ্ছে।দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫থেকে ২১জুন।এ লক্ষ্যে সরকার ৩লাখ ৯৫হাজার ট্যাবলেট কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এই শুমারি।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনশুমারি ও গৃহগণনা-২০২১প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।তিনি বলেন,আগামী ১৫থেকে ২১জুন সারাদেশে জনশুমারি অনুষ্ঠিত হবে।তবে এর আগে মাঠপর্যায়ে কাজ শুরু করা হবে।সবার সহযোগিতায় একটা নির্ভুল জনশুমারি করা হবে।
এই জনশুমারিতে জিআইএস(জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম)ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে।ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা যাবে।