1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

থাকো যদি আমার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়েছে


মায়াবী কাজল

তোমার ভালোবাসা হয় যদি খাঁটি
বিছিয়ে দিব হৃদয়ের শীতল পাটি।
যাবো না কোনদিন তোমারে ছাড়ি!
তোমার বুকে গড়বো বসত বাড়ি।
হব তোমারই প্রেম বাগানের মালি,
সাজাবো তোমার জন্য ফুলের ডালি।
করবো না যে কখনো চোখের বালি,
গায়ে লাগতে দিব না কলঙ্কের কালি।
যদি মিশে থাকো ভাবাবেগের সাথে,
আদরে শুনাবো গান বৃষ্টি ভেজা রাতে।
থাকো যদি পাশাপাশি হাতটা তুমি ধরে,
এক জীবনের ভালোবাসা দিব উজার করে।
হও যদি প্রিয়তম তুমি পথের সহযাত্রী,
তোমার সাথে পাড়ি দিব আঁধারের রাত্রি।
হও যদি তুমি রাগিণী আমার ঘরের ঘরনি,
জোৎস্নাস্রোতে ভাসাবো খুশির তরণী।
অন্তরে জ্বালাবা স্বর্গীয় সুখের বাতি,
হব তোমার জনম জনমের সাথী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST