মায়াবী কাজল
তোমার ভালোবাসা হয় যদি খাঁটি
বিছিয়ে দিব হৃদয়ের শীতল পাটি।
যাবো না কোনদিন তোমারে ছাড়ি!
তোমার বুকে গড়বো বসত বাড়ি।
হব তোমারই প্রেম বাগানের মালি,
সাজাবো তোমার জন্য ফুলের ডালি।
করবো না যে কখনো চোখের বালি,
গায়ে লাগতে দিব না কলঙ্কের কালি।
যদি মিশে থাকো ভাবাবেগের সাথে,
আদরে শুনাবো গান বৃষ্টি ভেজা রাতে।
থাকো যদি পাশাপাশি হাতটা তুমি ধরে,
এক জীবনের ভালোবাসা দিব উজার করে।
হও যদি প্রিয়তম তুমি পথের সহযাত্রী,
তোমার সাথে পাড়ি দিব আঁধারের রাত্রি।
হও যদি তুমি রাগিণী আমার ঘরের ঘরনি,
জোৎস্নাস্রোতে ভাসাবো খুশির তরণী।
অন্তরে জ্বালাবা স্বর্গীয় সুখের বাতি,
হব তোমার জনম জনমের সাথী।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.