★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।সোমবার(২৫জুলাই)দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের চরাঞ্চল ২নং ওয়ার্ড তালুক বেলকা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে এলাকাবাসির মধ্যে বক্তব্য রাখেন লিটন মিয়া,দুলু মিয়া,লিচু সরকার ও পিয়াল প্রমূখ।
বক্তারা বলেন এই চর এলাকায় তিস্তা নদীর তীরে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হলে নদী ভাঙ্গনে যে কোন সময় তা বিলীন হয়ে যাবে।আর তাতে আশ্রিতরা আবারও নিরাশ্রয় হয়ে পরবে।এতে সরকারের মহৎ উদ্যোগ ব্যাহত হবে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান,সেখানে অনেকদিন থেকে লোকজন বাড়ি-ঘর করে বসবাস করছে।বর্তমানে মূল নদী সেখান থেকে অনেক দুরে।তাই নিরাপদ মনে করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মার্ণের উদ্যোগ নেওয়া হয়েছে।