1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

স্বামীর খোঁজ নিতে গিয়ে এক ইউপি সদস্যের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী

  • প্রকাশ কাল বুধবার, ১ জুন, ২০২২
  • ৩১৬ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


বাগেরহাটের মোংলায় স্বামীর খোঁজ নিতে গিয়ে এক ইউপি সদস্যের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী। উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রণব কুমার মজুমদার শুধু যৌন হয়রানিই করেনি ১৯ দিন ধরে ওই নারীকে ফোন দিয়ে কুপ্রস্তাবও দিয়েছেন। যার অডিও কল রেকর্ড এরই মধ্যে ফাঁস হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য প্রণবকে আসামি করে আজ মঙ্গলবার মোংলা থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

পাশাপাশি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও একটি অভিযোগ দিয়েছেন তিনি।উপজেলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা মাখন লাল দাসের পুত্রবধূ ইতিরানী দাস তার অভিযোগে বলেন, তার স্বামী সঞ্জয় কুমার দাস দীর্ঘদিন ইউপি মেম্বর ও উত্তর চাঁদপাই মেছেরশাহ মাদ্রাসার শিক্ষক প্রণব কুমার মজুমদারের সাথে থাকতেন। কিন্তু গত দুই মাস ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় ওই মেম্বরের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই তাকে ওই মেম্বর যৌন হয়রানি করে আসছে।তাতে সাড়া না দেওয়ায় তার বাড়িতে এসেও বিভিন্নভাবে উত্যক্ত করে মেম্বর প্রণব। গত ৭ মার্চ থেকে ২৫ মার্চ টানা ১৯ দিন ওই নারীর মোবাইলে ফোন করে মেম্বর প্রণব কুমার দৈহিক মেলামেশা করার জন্য নানা ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। সেসব কুপ্রস্তাবের কল রেকর্ড তার শ্বশুর মাখন লাল দাসকে শোনালে তিনি মেম্বরকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্বশুরকে গুম ও আমাকে এসিড দগ্ধ করবে বলে হুমকি দেয়।এ ব্যাপারে মিঠাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রণব কুমার মজুমদারের দাবী সব ষড়যন্ত্র ওই কল রেকর্ড এডিট করা।তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, কল রেকর্ড শুনেছি এটি মেম্বর প্রণবের কণ্ঠ। অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তিনি যে কথা বলেছেন তা নিয়ে মন্তব্য করার ভাষা আমার নাই।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, তিনি এই কল রেকর্ড শুনেছেন এবং লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং এ কমিটির প্রতিবেদন হাতে পেয়েই ইউপি মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST