কুমিল্লা সিটি করপোরেশন(কুসিক)নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ছয় মেয়র প্রার্থীসহ মোট ১৫৪জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১১জন ও ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছেন।
এর আগে গত ১৭মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।ওইদিন ছয় মেয়র প্রার্থীসহ মোট ১৬৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।বাকিদের মধ্যে ১২০জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।
বৃহস্পতিবার(১৯মে)সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম।
মেয়র পদে মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত,সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু(স্বতন্ত্র)বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান(স্বতন্ত্র) নিজাম উদ্দিন কায়সার(স্বতন্ত্র)ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম,নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল(স্বতন্ত্র)।
এর আগে সকালে তথ্যগত কারণে মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।পরে সেটি পূরণ করা হলে বিকেলে তার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান,আগামী ২০,২১ ও ২২মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আপিল গ্রহণ করা হবে।২৩মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।২৭মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।১৫জুন ভোট অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২লাখ ২৭হাজার ৭৯২জন।এদের মধ্যে পুরুষ ১লাখ ১১হাজার ৬০০ ও নারী ১লাখ ১৬হাজার ১৯১জন।