তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে উৎসাহিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ–২০২৫” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর আলম শরিফ খান,জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা
আকরাম হোসেন, সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ,সরিষাবাড়ী উপজেলা পাট পরিদর্শক মোঃ আওরংগযেব,সরিষাবাড়ী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল।প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সরিষাবাড়ী উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত।প্রশিক্ষণে চাষীদের পাটবীজের গুণগত মান উন্নয়ন, রোগবালাই দমন, মাঠ ব্যবস্থাপনা, সঠিক সময় ও কৌশলে বপন, এবং ফলন বৃদ্ধির আধুনিক প্রযুক্তি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অংশগ্রহণকারী চাষিরা জানান, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে পাটচাষের আধুনিক ধারণা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, এই জ্ঞান ব্যবহার করে ভবিষ্যতে আরও মানসম্মত ও ফলনশীল পাটবীজ উৎপাদন করতে পারবেন।
অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ী, জামালপুর।
চাষিরা প্রশিক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন কার্যকর প্রশিক্ষণ নিয়মিত হলে পাটচাষে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং দেশের অর্থনীতিতে পাটের গৌরবময় ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।