নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের সরকার থেকে লিজ আনা মাখরান বিলের ৪০ লাখ টাকার মাছ লুটপাট করা হয়েছে ।
গতকাল জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্যে বলেন সরকারি নীতিমালা ২০০৯ অনুযায়ী রাজস্ব খাতে ৬০ লাখ টাকা ও আয়কর ভ্যাট ১৫ লাখ টাকা দিয়ে ১৪৩১ থেকে ১৪৩৬ পর্যন্ত লিজ নেন জাওয়ার মৎসজীবি সমবায় সমিতি।
লীজ নিয়ে উক্ত বিলের সংরক্ষিত পানিতে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মা ও পোনা মাছ ছাড়া হয়।
সেই সাথে নিয়মিত খাবারসহ রক্ষনাবেক্কন করতে কোটি টাকা খরছ করে মাছ চাষ বৃদ্ধির নিশ্চিত করার পর পাশ্ববর্তী এলাকার আ:গাফফার ভুইয়া, আংগুর ভুইয়,মুন্না,বাচ্চসহ শতাধিক লোকজন গত ২১/০৫/২০২৫ তারিখ সকালে মাখরান বিলের ১৪৯ দাগের ৫১ একরঅংশ সহ সংরক্ষিত মাছ লুটপাট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা হয় যাহার নং-১৩,,(২৯/০৫/২০২৫)।
এ মামলা থেকে আসামিরা জামিনে এসে এলাকায় ও বিলের আশেপাশে আতংক সৃষ্টি করে রেখেছে ফলে আমরা বিলে যেতে পারছি না।
এসব বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কোন ফল হচ্ছে না।
এভাবে চললে আমাদের সমিতির প্রায় ৩ কোটি টাকা লস হয়ে যাবে এবং এ বিলের সাথে জড়িয়ে ২ শতাধিক পরিবারের লোকজন কর্মহীন হয়ে বেকার হয়ে কষ্টের জীবন যাপন করতে হবে।
আমরা সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিলটি উদ্ধার করে আমাদের সমিতির লোকজনকে কাজ করার নিশ্চয়তা করতে অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ওহাহাব,সাধারণ সম্পাদক গোবিন্দ বর্মন,নুরুল ইসলাম,জিয়া উদ্দিন, হাইয়ুলসহ স্থানীয় সমিতির সদস্যরা।