, স্টাপ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনামূলক সভাঅনুষ্ঠিত হয়েছে।
২৫ মে (রবিবার) সকাল ১০ ঘটিকা হতে উপজেলা হল রুমে জাওয়ার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান শিবলী সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও জনসাধারণ ব্যক্তিবর্গ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ভূমি বিষয়ক যেকোনো সেবা পেতে ১৬১২২ নাম্বারের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। তাছাড়া অনুষ্ঠানে সরাসরি কল দিয়ে প্রমাণ দিয়েছেন। এ সংক্রান্ত বিষয় কোন ওয়েবসাইটে কিভাবে করতে তা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলকে দেখানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন বলেন, ডিজিটাল সেবা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দুয়ারে পৌছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। একটি স্মার্ট ফোন দিয়েই কোনো দালাল ছাড়াই নিজের কাজ সম্পন্ন করা যায়। যদি কেউ এই বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চান আমরা সর্বদায় সহযোগিতা করতে প্রস্তুত।