কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ২৮ মে সকাল ১১ঘটিকায় রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু মহোদয়ের বাড়িতে একটি পাম্প মেশিন নিয়ে পালানোর সময় চোর হাতে নাতে ধরা পড়ে।
প্রকাশ, মোহিনী ম্যানশন নামক বাড়িটির পশ্চিম গেটের কাছে পানির টেংকিতে।পানি উত্তোলনের জন্য ( পাম্পটি আর এফ এল সারফেস পাম্প) বারান্দার পাকাতে বসানো ছিল। চোর পাইপ কেটে পালানোর সময় পাম্পটি ঘাড়ে নিয়ে যাওয়ার সময় বাড়ির ছেলে তন্ময় ধস্তাধস্তি করে চোরকে ধরতে সক্ষম হয। থানায় জানালে পুলিশ চোরকে গ্রেফতার করে। হুমায়ূন মিয়া চোরের বাড়ি কুড়িগ্রাম জেলার খলিলগঞ্জ এলাকায়। বলা বাহুল্য রাজারহাট এলাকায় ইদানিং চোনের উপদ্রব বেড়েছে।