1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

আমি যদি পাখি হতাম

  • প্রকাশ কাল শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়েছে


ইতি আক্তার

আমি যদি পাখি হতাম
নীল আকাশে উড়ে যেতাম,
পাখনা মেলে আকাশেতে
মনটা খুলে ঘুরে বেড়াতাম।
সকাল হলে আমার ডাকে,
ভাঙ্গতো সবার ঘুম।
ঘুম ভাঙ্গিয়ে ঘুরতে যেতাম,
আমি অনেক দূর।
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ,
ফিরে আসতাম নীড়ে।
নীড়ে ফিরে মনের সুখে ,
গান গাইতাম সুরে সুরে।
মুক্ত হলে পাখির মতো,
পূর্ন হতো আশা।
তাইতো মনে ভাবছি আমি,
বাধবো পাখির মতো বাসা।
সেই বাসাতে থাকবো আমি,
পাখির মতো সুখে।
থাকবো আমি আমার মতো,
সবার সুখে দুঃখে।
কারো সুখে গান গাইবো ,
কাঁদবো কারো দুঃখে।
এভাবেই আমার যাবে বেলা
নেচে গেয়ে খেলে,
পাখির মতো নাচবো আমি।
পাখির মতো গাইবো,
পাখির মতো খেলে আমি
আনন্দে হারাবো।


শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST