ইতি আক্তার
আমি যদি পাখি হতাম
নীল আকাশে উড়ে যেতাম,
পাখনা মেলে আকাশেতে
মনটা খুলে ঘুরে বেড়াতাম।
সকাল হলে আমার ডাকে,
ভাঙ্গতো সবার ঘুম।
ঘুম ভাঙ্গিয়ে ঘুরতে যেতাম,
আমি অনেক দূর।
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ,
ফিরে আসতাম নীড়ে।
নীড়ে ফিরে মনের সুখে ,
গান গাইতাম সুরে সুরে।
মুক্ত হলে পাখির মতো,
পূর্ন হতো আশা।
তাইতো মনে ভাবছি আমি,
বাধবো পাখির মতো বাসা।
সেই বাসাতে থাকবো আমি,
পাখির মতো সুখে।
থাকবো আমি আমার মতো,
সবার সুখে দুঃখে।
কারো সুখে গান গাইবো ,
কাঁদবো কারো দুঃখে।
এভাবেই আমার যাবে বেলা
নেচে গেয়ে খেলে,
পাখির মতো নাচবো আমি।
পাখির মতো গাইবো,
পাখির মতো খেলে আমি
আনন্দে হারাবো।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.