নিজস্ব প্রতিবেদক:
সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ” এর উদ্যোগে গরীব, দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার-২০২৫ ইং স্বরুপ নগদ অর্থ বিতরণ করা হয়।
২৭ই মার্চ ২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জজ কোর্ট চত্ত্বরে নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ
উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণকালে সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট এম.এ আব্দুর রউফ, আইনজীবী সহকারী মো: রবিউল ইসলাম, আইনজীবী সহকারী মো: আবুল হাসেম, আইনজীবী সহকারী মো: আলমগীর হোসেন, পরেশ কিশোর গুপ্ত স্মৃতি মন্দির এর কার্যকরী সদস্য প্রবল ভৌমিক, বিন্নাটি ইউনিয়ন ছাত্রদল নেতা এনামুল হক, কালটিয়া এলাকার সমাজ সেবক মো: কাঞ্চন মিয়া এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি বলেন, এই সংগঠনটি সবসময় গরীব, দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও ২৫টি অসহায়, হতদরিদ্র, গরীব ও দুস্থদের মাঝে এই ঈদ উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণ করা হয়।
ওই সময় তিনি আরোও বলেন, এই সংগঠনের অধিকাংশ সদস্যই মানবিক গুণাবলী সম্পন্ন দেশপ্রেমিক। সংগঠনের সাথে জড়িত সদস্যরা মিলে নিজ উদ্যোগে ঈদ উপহার-২০২৫ স্বরুপ নগদ অর্থ বিতরণ কার্যক্রম করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরোও বড় পরিসরে গরীব, দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন তিনি। সংগঠনটি ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে, এরপর থেকেই এলাকার বিভিন্ন মহামারীতে ভূমিকা রাখেন। গরীব, অসহায়, ও দরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করেন সবসময় এ সংগঠনের সাথে জড়িত সবাই।